ব্রাজিলে হয়ে দুর্দান্ত খেলে যাওয়া নেইমার ক্লাব ফুটবলে নিজেকে হারিয়ে ফেলেছেন। পরিস্থিতি এমন হয়েছে যে, পিএসজি নাকি তাকে বিক্রি করে দিতে চাইছে। সর্বশেষ তিন মৌসুমে তার গোলসংখ্যা যথাক্রমে ১৯, ১৭ ও ১৩। অথচ একই খেলোয়াড় সমান ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দলে।
কিছু বিশেষজ্ঞরা বলছেন, নেইমারকে পিএসজিতে ফর্মে ফেরাতে রাইট উইংয়ে খেলানো উচিত। কিন্তু এমন ধারণার তীব্র বিরোধীতা করেছেন ব্রাজিল কোচ তিতে।
ফুটবল বিশ্লেষকদের বক্তব্য হলো- নেইমার সেন্ট্রার পজিশনে বারবার বলের পজিশন হারান, ভুল করেন। কিন্তু এই বক্তব্যের বিরোধীতা করে তিতে বলেন, ‘নেইমারের মতো মানসম্পন্ন একজন ফুটবলারকে উইংয়ে খেলানো মানে তার সৃষ্টিশীলতা ধ্বংস করে দেওয়া। সৃজনশীলতা স্থায়ী কোনো বিষয় নয়, এটা পরিস্থিতির কারণে সৃষ্টি হয়। সে আরও অনেক ভুলই করতে পারে; কারণে তার সৃজনশীলতা এবং তার খেলার জায়গাটিতে এমনটা হতেই পারে। ‘
ক্লাবে ব্যর্থ এই নেইমারই জাতীয় দলের হয়ে সর্বশেষ দুই ম্যাচেই গোল করেছেন। ৭৪ গোল করে ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। আর মাত্র চার গোল করতে কিংবদন্তি পেলেকে পেছনে ফেলবেন। তিতে আরও বলেন, ‘নেইমার কোনোভাবেই পিএসজির সমস্যা নয়। বরং সে হলো সমাধান। সে ব্রাজিলিয়ান প্রাণভোমরা, একজন সৃজনশীল ফুটবলার। তাকে উইংয়ে খেলালে তার সৃজনশীলতাকে একটা গন্ডিতে আবদ্ধ করে দেওয়া হয়। যার ফলে সেরাটা পাওয়া যায় না। যদি কোনো কোচ তাকে উইংয়ে খেলানোর জন্য বাছাই করে, তাহলে আমি তাকে গাধা বলব!’
- সূত্র : গোল ডট কম