গত দশকে আন্তর্জাতিক ক্রিকেটে নানা কীর্তি গড়েছেন বিরাট কোহলি। সব ফরম্যাটেই দারুণ সাফল্য পেয়েছেন। এখন বিরাটের ব্যাট কার্যত চুপ। এদিকে, বিরাট কোহলির গতিতেই এখন এগুচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সদ্য প্রকাশিত আইসিসি টি-২০ ক্রমতালিকাতেও শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক। সব মিলিয়ে ১০১৩ দিন টি-২০ ফরম্যাটে শীর্ষে তিনি।
সবচেয়ে বেশি দিন শীর্ষস্থান ধরে রাখার হিসাবে এবার তিনি ছাপিয়ে গিয়েছেন সাবেক ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। বর্তমানে আইসিসি টি-২০ এবং ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছেন বাবর। টেস্টে চতুর্থ স্থানে। বিশ্ব ক্রিকেটের অনেকেই মনে করছেন, খুব দ্রুতই সব ফরম্যাটেই শীর্ষস্থানে উঠবেন বাবর। এদিন প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে খুব সামান্যই বদল হয়েছে। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে ভারতের বাঁহাতি ওপেনার ঈশান কিষাণ। টি-২০ ক্রমতালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি ঈশানই। টি-২০ তে বিরাট কোহলি এখন ২১ নম্বরে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ২-০ জিতেছে ভারত। দুই ম্যাচেই নজর কেড়েছেন আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর। প্রথম ম্যাচে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টি ২০-তে ভারত ২২৫ রানের পাহাড় গড়ে। ভারতের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে শতরান করেন দীপক হুডা। মাত্র ৫৭ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস তার। প্রথম ম্যাচে ঋতুরাজের চোট থাকায় তাকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। প্রথমবার ওপেন করতে নেমে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন দীপক। দুই ম্যাচের সাফল্যের পুরস্কার পেলেন আইসিসি ক্রমতালিকাতেও। ৪১৪ ধাপ উন্নতি হল তাঁর। আপাতত ১০৪ নম্বরে তিনি।
টেস্ট ক্রমতালিকায় ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ড ব্যাটার জো রুট। যদিও দ্বিতীয় স্থানে থাকা মার্নাস লাবুশেনের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ৭।আজ শুক্রবার শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্ট। রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার। টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।