গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী একটা বাজেট করেছেন, সেখানে কীভাবে গণতন্ত্র আসবে, সে বিষয়ে কিছু বলা নেই। কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে তার কিছুই বলা নেই। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা
ও উদাসীনতার’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের যুগ্ম সদস্যসচিব সাইফুল্লাহ হায়দারের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সদস্য সচিব নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, সাদ্দাম হোসেন, শাকিলজ্জামান, শহিদুল ফাহিম, ঝুনু রঞ্জন দাস, আবদুল মালেক ফরাজী, মেজর (অব) আমিন আফসারী, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, মশিউর রহমান, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
শেখ হাসিনার অধীনে কোনো মেরুদ-ওয়ালা রাজনৈতিক দল অংশ নেবে না জানিয়ে নুরুল হক নূর বলেন, গায়ের জোরে নির্বাচন করার দুঃস্বপ্ন আর দেখবেন না। এখনো সময় আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ঐক্যমতে পৌঁছান। এ সময় বন্যা পরিস্থিতি প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষের ত্রাণের জন্য হাহাকারে সরকার কর্ণপাত না করে গণমাধ্যমসহ সবকিছুকে ব্যস্ত রেখেছে পদ্মা সেতুকে নিয়ে। যখন বন্যার্ত মানুষের খাদ্য প্রয়োজন তখন ওই এলাকায় কেউ যায় না।