বলিউডের ছবির আলাদা বৈশিষ্ট্য আছে যা দক্ষিণী ছবির চেয়ে আলাদা। আর একারণেই শাহরুখের মতো অভিনেতা যদি ‘কেজিএফ’-এর মতো ছবিতে অভিনয় করেন, তাহলে তা দর্শক মেনে নিতে পারবে না। মন্তব্য অভিনেতা-লেখক-প্রযোজক রাজ সালুজার।
‘রাষ্ট্র কবচ ওম’ ছবির কাহিনিকার রাজ সালুজা। ছবির মুক্তির দিন এক সাক্ষাৎকারে বলিউডের সঙ্গে দক্ষিণী ছবির তুলনা টেনে ছবির গুণগত মান নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
সংবাদমাধ্যম নিউজ এইটিনকে দেয়া সাক্ষাৎকারে সালুজা আরও বলেন, ‘কাকে গ্রহণ করবে, আর কাকে করবে না তা দর্শকই সিদ্ধান্ত নেয়। যেমন, কেজিএফ-এর মতো ছবি শাহরুখ খান করলে তা মেনে নেবে না দর্শক। কিন্তু যশ করেছে বলে বলে সবাই মেনে নিয়েছে। কেন? কারণ ভারতের দর্শকরা জানে যে, দক্ষিণী অভিনেতারা যে কোনও রুচিহীন দৃশ্যে অভিনয় করতে পারেন।’
সালুজার মতে, দর্শকরা দক্ষিণের ছবির কাছে অন্য রকম প্রত্যাশা রাখে। সেখান থেকে ‘যে কোনও জঘন্য জিনিস’ গ্রহণ করতে পারলেও বলিউড থেকে তা পারে না। প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র সম্পর্কে তিনি মন্তব্য করেন, ‘অ্যাকশনের বাড়াবাড়ি’ রয়েছে সেখানে, যা হিন্দি ছবির চেয়েও বেশি।
সূত্র: কইমই