রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রত্যন্ত পল্লীতে ‘তরুণের অভিযান গ্রন্থাগার’ ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২জুলাই) উপজেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যের বাজার সংলগ্ন পাঠাগারের নিজস্ব ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান কে. এম মেহেদী হাছান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিনাই ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক ছাদেকুল হক নুরু, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রাজ্জাক বসুনীয়া, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার আলী বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, এসডিএফ উপজেলা অফিসার পুলক কুমার সরকার, বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ এর সভাপতি এম রশিদ আলী। তরুণের অভিযান পাঠাগার এর সভাপতি বিকাশ রায় তরুণ বলেন, পাঠাগারে বর্তমানে পাঠক সংখ্যা বৃদ্ধি এবং বই এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জায়গার সংকুলান না হওয়ায় নতুন ভবনের ছাদ ঢালাই এর কাজের উদ্বোধন হলো। কাজ সমাপ্ত হলে পাঠাগারে এক সঙ্গে পঞ্চাশ জন পাঠক বই পড়তে পারবেন।