পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩ জুলাই) ঢাকা থেকে এক টন আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
জানা যায়, কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে (কার্গোতে) প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো কার্টনবন্দি করে পাঠানো হয়েছে। দোহা হয়ে সোমবার ভোরে তা ইসলামাবাদে পৌঁছাবে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে হস্তান্তর করার কথা রয়েছে।
সূত্র জানায়, প্রতিবেশী দেশগুলোতে আম উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।