যে কোনো সময় শ্রীলঙ্কার জ্বালানির মজুদ ফুরিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী।
কাঞ্চন বিজেসঙ্কর বলেছেন, নিত্যপ্রয়োজনীয় চাহিদার মাত্র একদিনের পেট্রোল তাদের মজুদে রয়েছে। আর পেট্রোলের বাকি চালান আগামী দুই সপ্তাহের আগে পৌঁছানোর সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
গেল সপ্তাহে অপ্রয়োজনীয় গাড়িকে জ্বালানি সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় লঙ্কানরা।
গতকালের দেওয়া তথ্য মতে, শ্রীলঙ্কার মজুদে ১২ হাজার ৭৭৪ টন ডিজেল ও ৪ হাজার ৬১ টন পেট্রোল মজুদ ছিল।
এর আগে দ্বীপদেশটি জ্বালানি সঙ্কটের কারণে স্কুল বন্ধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে। কারণ স্কুলে যাওয়ার মতো যথেষ্ট জ্বালানি শিক্ষক এবং সন্তানের অভিভাবকদের নেই।
এদিকে, দেশটির জ্বালানি মন্ত্রী প্রবাসীদের প্রতি দেশে অর্থ পাঠানোর অনুরোধ জানিয়েছেন যাতে করে সেই অর্থে নতুন করে তেল ক্রয় করা সম্ভব হয়।
এই অবস্থায় জ্বালানি সঙ্কটে থাকা শ্রীলঙ্কার নাগরিকদের মধ্যে হতাশা আরও বাড়ছে। শিগগিরই এই সঙ্কটের সমাধান হবে এমনটাও আশ্বাসও দিতে পারছেন না বিশেষজ্ঞরা।
সূত্র: বিবিসি, আল জাজিরা