মানুষের বুদ্ধিমত্তাকে সহজেই যাচাই করতে এখন জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে অপটিক্যাল ইল্যুশন। এটি এমন এক ধরনের ছবি যা মানুষের মস্তিষ্কে সহজেই ধাঁধা সৃষ্টি করতে পারে। সম্প্রতি নেট দুনিয়ায় এমন একটি অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হয়েছে, যার মাধ্যমে কারো মস্তিষ্ক বা ব্রেইনের কর্মদক্ষতাকে আপনি সহজেই পরখ করে নিতে পারবেন।
ভাইরাল হওয়া এই ছবিটি তৈরি করেছেন ওলেগ শুপলিয়াক। এই ছবিটির বিশেষত্ব হলো নারীর মুখাবয়বের এই ছবিটির মধ্যে আপনি আরেকটি প্রাণের অস্তিত্ব খুঁজে পাবেন। তবে মোটেও কিন্তু সহজে নয়। ছবিটি শিল্পী এমনভাবে তৈরি করেছেন যে সহজে আপনি সেই প্রাণের অস্তিত্বটি খুঁজে পাবেন না।
ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি একই সঙ্গে মস্তিষ্ক ও মনের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে জানতে সাহায্য করবে। প্রত্যেকের চিন্তা ভাবনা করার ক্ষমতা আলাদা আলাদা হওয়ায় ছবির ভেতর গোপন রহস্য খুঁজে পেতেও ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন সময়ের প্রয়োজন হবে।
তবে যে দ্রুত রহস্য উদঘাটনে সমর্থ হবে তার ব্রেইন বা মস্তিষ্ক এবং মনের অনুভূতি তত গভীর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছবিটির দিকে ভালো করে তাকিয়েও ৯৯ ভাগ মানুষ এই ছবির রহস্য ভেদ করতে পারেননি।
ছবিতে থাকা নারী মুখায়ব ছাড়া তারা আর কিছুই খুঁজে পাননি। তবে ভালো করে লক্ষ্য করে দেখুন নারী মুখায়বের চোখ, নাক আর ঠোঁটের অংশটুকু। যা একটি উড়ন্ত শঙ্খচিলের আকার ধারণ করেছে।
আপনি যদি একবারেই লুকানো পাখিটি খুঁজে পান, তবে বুঝতে হবে আপনার দৃষ্টি শিল্পীর মতোই। সেই সঙ্গে অন্যদের চেয়ে আপনার মস্তিষ্ক ও মন দুটোই এমন এক উন্নত শিখরে অধিষ্ঠিত হয়েছে যা আপনাকে অন্যদের চেয়ে সহজেই আলাদা করে তোলার ক্ষমতা রাখে।