কুমিল্লা সিটি করপোরেশনের নতুন মেয়র আরফানুল হক রিফাত শপথ নিয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ পাঠ করান। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
রিফাত শপথ নেওয়ার পর কুমিল্লা সিটি নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলররা শপথ নিয়েছেন। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। নির্বাচিত হওয়ার ২০ দিন পর শপথ নেন মেয়রসহ সব কাউন্সিলররা।
আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশআফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ
গত ১৫ জুনের নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত। নৌকা নিয়ে রিফাত পান ৫০ হাজার ৩১০ ভোট, ঘড়ি প্রতীকে সাক্কু ভোট পন ৪৯ হাজার ৯৬৭।
অবশ্য সাক্কু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। দেরিতে প্রকাশ করা চার কেন্দ্রের ফল চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনি ট্রাইবুনালে যাওয়ার ঘোষণা দিয়েছেন।