রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা (Comprehensive Action Plan) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫জুলাই) উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ওসি (তদন্ত) পবিত্র কুমার রায়। কর্মশালাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আবু জাফর। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ, ৭ ইউপি’র জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক এবং গণমাধ্যমের নেতৃবৃন্দ অংশ নেন।
রাজারহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন: