মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন সোমবার করোনায় মৃত্যু হয়েছিল ১২ জনের। এ সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন এক হাজার ৯৯৮ জন। ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করে এসব রোগী পাওয়া যায়।
এ পরিপ্রেক্ষিতে গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্ত হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭৪ শতাংশ। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় করোনায় যে সাতজনের মৃত্যু হয়েছে, তাদের সবাই পুরুষ। পাঁচজন ঢাকা বিভাগের। বাকি দুইজন রাজশাহী ও ময়মনসিংহের।
বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হচ্ছে।