বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে সংসদ থেকে বেরিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে।গতকাল মঙ্গলবার(৫ জুন) সেদেশের সংসদে “গোতা গো হোম” স্লোগানের মুখে বেরিয়ে যান তিনি। খবর এনডিটিভির।
সংসদ সদস্য হার্শা ডি সিলভা তার টুইটারে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে কিছু সংসদ সদস্য প্ল্যাকার্ড নিয়ে “গোতা গো হোম” স্লোগান দিচ্ছেন।
ভিডিওটিতে আরও দেখা যায়, গোতাবায়া এ সময় তার সহকর্মীদের সাথে কিছুক্ষণ কথা বলেন এবং সংসদ থেকে বেরিয়ে যান।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকায় দেশটি প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না। ফলে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকশে।
এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রম সিংহ সংসদে বলেছেন, দেশটি এখন দেউলিয়া হয়ে গেছে এবং অর্থনৈতিক সংকট অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত থাকবে।