টেস্টে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থ বাংলাদেশ। ৩ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচ পণ্ড হলেও দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরেছে সাকিবরা। এমন পরাজয়ের পর এবার জরিমানা গুনল বাংলাদেশ। ক্যারিবিয়দের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। মন্থর ওভার রেটের কারণে খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ অধিনায়ক অপরাধ স্বীকার ও শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, কোনো দল বোলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের চেয়ে যত ওভার পিছিয়ে থাকবে, তার প্রতি ওভারের জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে কাটা পড়বে। বাংলাদেশ পিছিয়ে ছিল এক ওভারে।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশ আগামীকাল গায়ানায় বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে নামবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে। একই ভেন্যুতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ১০, ১৩ ও ১৬ জুলাই।