মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করতে যাচ্ছে জিম্বাবুয়ে। চলতি মাসের শেষেই গোল্ড কয়েন বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
কয়েক বছর ধরেই অস্বাভাবিক মুদ্রাস্ফীতি দেখছে জিম্বাবুয়ে। যা দ্বিগুণ হয়েছে গত মাসেও। স্থানীয় মুদ্রায় ও মার্কিন ডলারে কেনা যাবে স্বর্ণমুদ্রা। তবে ক্যাশের বিনিময়ে কয়েন বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাসিন্দাদের মাঝে। অনেকেই আস্থা রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংকের ওপর।
বিশেষজ্ঞরা বলছেন, টার্গেট অনুযায়ী নাগরিকরা গোল্ড কয়েন না কিনলে আটকে থাকবে স্থানীয় মুদ্রা। এটি সরকারের আরেকটি ব্যর্থ পদক্ষেপ হতে পারে বলেও শঙ্কা তাদের।
২০০৮ সালে ১০০ বিলিয়ন ডলারের নোট বাজারে ছাড়ে জিম্বাবুয়ে। মুদ্রাস্ফীতির জেরে দেশটির সামান্য নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতেও ব্যয় হয় কোটি কোটি জিম্বাবুইয়ান ডলার।