দীর্ঘদিন পর নিউইয়র্কে কণ্ঠশিল্পী তানভীর শাহিন একক সঙ্গীতানুষ্ঠান হতে যাচ্ছে। কনসার্টটির আয়োজক পিজি প্রডাকশন হাউজ। আগামী ১৬ জুলাই নিউইয়র্কের হিন্দু টেম্পল সোসাইটি অডিটরিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে।
তানভীর শাহিন বলেন, ‘দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছি প্রায় ৩০ বছর।
এর মাঝে নিয়মিত দেশে গিয়ে নিজের অ্যালবাম করেছি। দেশে শো করেছি। আমেরিকা ও আমেরিকার বাইরে একাধিক দেশে স্টেজ শো করেছি। কিন্তু নিজের একটি একক সঙ্গীতানুষ্ঠান এভাবে কখনও করা হয়নি।
উল্লেখ্য, তানভীর শাহিন নব্বই দশকের শুরু থেকেই ঢাকায় সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। কিংবদন্তি সঙ্গীতজ্ঞ লাকী আখন্দ ও আলাউদ্দিন আলীর ঘনিষ্ঠ ছিলেন তানভীর শাহিন। এই দুই বরেণ্য’র সুর ও সঙ্গীতে একাধিক গান করেছেন শিল্পী তানভীর শাহিন। তার সর্বশেষ একক ‘গানের ফেরিওয়ালা’ অ্যালবামটিতে লাকী আখন্দ’র গান রয়েছে।
শিল্পী হিসেবে বলিউড অ্যাওয়ার্ড শো, জ্যামাইকান কমিউনিটি, সাউথ আফ্রিকান কমিউনিটি থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন স্টেটের একাধিক আয়োজনে পারফর্ম করেছেন। ১৬ জুলাইয়ের এই একক অনুষ্ঠানটির সঙ্গীতায়োজন করছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিউজিক দল ‘মাটি ব্যান্ড’।