কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সারমীন ইয়াছমীন।
বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছায় অভিবাদন জানায় বিভিন্ন সংগঠন।
জানাযায়, মাদারীপুরের ডাসারের কৃতসন্তান সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন দীর্ঘ কয়েক বছরের লালিত স্বপ্ন, কঠোর ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত ২৬ জুন ২০২১ ইং তারিখে ডাসার থানাকে ডাসার উপজেলা হিসেবে ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই দিনটি ছিল ডাসারবাসীর স্মরনীয় দিন। আজ ১৪ ই জুলাই রোজ বৃহস্পতিবার ডাসারবাসীর আর একটি স্মরনীয় দিন। আজ দুপুরে নবগঠিত ডাসার উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন সারমীন ইয়াছমীন।
পরে সদ্য যোগদানকৃত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিবাদন ও শুভেচ্ছা জানান সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজ,ডি,কে আইডিয়াল আতাহার আলী কলেজ,শশিকর কলেজ,শিক্ষক সমিতি,আ’লীগ ও সহযোগী সংগঠন,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা,কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা।
সদ্য যোগদানকৃত ইউএনও সারমীন ইয়াছমীন বলেন, চিরস্মরণীয় হয়ে থাকবে ডাসারবাসীর কথা,যে ভাবে আমাকে বরন করল।আমার মায়ামমতা,কর্মদক্ষতা, সবকিছু দিয়ে আমি ডাসারকে সুন্দর ও আর উন্নত করব। আজকে আসতে আসতে আমার জেলা প্রশাসক স্যার নতুন উপজেলা হিসেবে অনেক পরামর্শ দিয়েছেন। আমি আসা করি আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ভাল কিছু দিতে পারব।
তিনি এর আগে ঢাকা কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে ডাসার উপজেলায় প্রথম এসেছেন। তার বাড়ি মানিকগঞ্জে।