মেক্সিকোর সিনালোয়া রাজ্যে নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত এবং একজন আহত হয়েছে।
শুক্রবার নৌবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৪ জন নিহত ও একজন আহত হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্তের কারণ জানতে অনুসন্ধান চলছে, তবে এখনও দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার, নৌবাহিনী ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কুইন্টেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও জানা যায়নি।
সূত্র : ইন্ডিয়া টুডে