গায়ানার প্রভিডেন্সে তাইজুল খেলতে নামেন ২৮ মাস পর। নেমেই বাজিমাত! ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। ক্যারিবীয়দের ইনিংস শেষে তার স্পেল ১০-২-২৮-৫! ২০১৪ সালে ওয়ানডে অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে অভিষেক ম্যাচে ইতিহাস লিখেছিলেন হ্যাটট্রিক করে। তাইজুল, নাসুম ও মোসাদ্দেকের ঘূর্ণি এবং মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ৪৮.৪ ওভারে ১৭৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় তাইজুলরা। ১০ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংয়ে তাইজুলই হলেন তৃতীয় ও শেষ ওয়ানডের ম্যাচসেরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তাইজুল বলেন, ‘৫ উইকেট পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমি সুযোগের জন্য বসে ছিলাম। সুযোগ পেলে কাজে লাগাব এমনটাই ভাবছিলাম। আমি শুধু উইকেটের চরিত্র বুঝে বল করার চেষ্টা করেছি।’