পাকিস্তানের বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬ জনে। প্রবল বন্যায় আহত হয়েছে আরও ১৭৫ জন। গত ২ দিনেই মৃত্যু হয়েছে ৭ জনের। খবর পাকিস্তান অবজার্ভারের।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (এনডিএমএ) জানায়, মৌসুমি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানের দক্ষিণাঞ্চল। যেখানে এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধু এই প্রদেশেই বন্যায় ভেসে গেছে ৯৯৯টি বসতবাড়ি এবং মারা গেছে ৫২১টি গবাদি পশু।
বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজারো মানুষ। গিলগিট অঞ্চলে এখনো পানিবন্দি বেশ কয়েকটি জেলা। এর আগে ২০১০ সালে পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ২ কোটি মানুষ। শতাধিক প্রাণহানিও হয়েছিল ওই বছর।