সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নিজ অফিসেই খুন হয়েছেন এনজিও আশার ম্যানেজার আবুল কাশেম (৪৮)। রবিবার দুপুর ১২টার দিকে আশা অফিসের ফেঞ্চুগঞ্জ পুরানবাজার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম যখন অফিসে কাজ করছিলেন। অফিসের অন্যান্য সহকর্মীরা মাঠে কর্মরত ছিলেন। এসময় অফিসের পিয়ন ফজল তাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পরপরই অভিযুক্ত পিয়ন ফজল পালিয়ে যান।
আবুল কাশেমের স্ত্রী জানান, তার স্বামী ও ফজলের উচ্চস্বরে কথা কাটাকাটি শুনে অফিসে এসে দেখেন আবুল কাশেম রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মারা যান তিনি।
সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, নিহতের মরদেহ তার অফিস কক্ষেই আছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন জানান, পিবিআই-এর একটি দল ঘটনাস্থলে আসছে। তাদের তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।