বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল রণবীর-আলিয়ার আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রথম গান ‘কেশারিয়া’। এর আগে ঝলক মিলেছিল গানটির ৪৫ সেকেন্ডের একটি টিজার। যা রীতিমত হইচই ফেলে দিয়েছিল।
হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে গানটি। প্রীতমের সুর করা এই গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি গেয়েছেন অরিজিৎ সিং।
রোমান্টিক ঘরনার ‘কেশারিয়া’ গানটিতে চুটিয়ে রোমান্স করতে দেখা গেছে পর্দার শিবা (রণবীর কাপুর) ও ইশা (আলিয়া ভাট) কে। বেনারসের অলিগলি এবং গঙ্গায় শুটিং হয়েছে গানটির। যারই দেখা মিলল গানটিতে।
অন্যদিকে টিজারের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা এই গানটি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা রণবীর কাপুর বলেছেন, গানটির সতেজতা শ্রোতাদের কাছে সত্যিই ভালোভাবে অনুরণিত হয়েছে। এমন একটি গান তৈরি করার জন্য পুরো দলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন একটি গান যা অগণিত মানুষের হৃদয়কে স্পর্শ করেছে এবং আমি নিশ্চিত শ্রোতারা সম্পূর্ণ গানটিকে উপভোগ করবেন।
একই সাথে আলিয়া বলেছেন, আমার জন্য, কেশারিয়া এমন একটি অনুভূতি, যা একজন যখন অনুভব করে তখন তারা খুশি এবং সন্তুষ্ট থাকে। গানটি যখনই আমি শুনি তখনই গানটি আমাকে আকর্ষণ করে এবং আমি নিশ্চিত যে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
প্রায় ৫ বছর ধরে তৈরি হওয়া আসন্ন এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর। রণবীর আর আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় আর নাগার্জুন সহ আরও অনেকেই।