ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন মৌসুমের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। রোববার মিরপুরে সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে বিপিএলের নবম, দশম ও একাদশ আসরের শুরুর তারিখ জানান।
৫ জানুয়ারি নবম আসর শুরু হবে। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। প্রতিটি আসরের জন্য রাখা হয়েছে ৪৩ দিন।
নাজমুল হাসান বললেন, ‘আমরা আগামী তিন বছরের বিপিএলের তারিখটা চূড়ান্ত করেছি। এটার পেছনে কারণটা হচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা তিন বছরের জন্য দেব, তিন বছরের তারিখও ঠিক করা হয়েছে। যাতে তারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। সামনে যেটি আছে নবম আসর- এটা হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ সালেরটা ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।
বিসিবি সভাপতি জানালেন, পরবর্তী তিনটি আসরই হবে সাত দল নিয়ে। বিসিবির সঙ্গে তিন বছরের চুক্তি থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। যে শর্তে বিপিএলে দল নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানগুলো সেটি উল্লেখ করে সপ্তাহখানেকের মধ্যে দরপত্র আহ্বান করবে বিসিবি।