জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া লোহার রেলসেতুতে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ সেই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাড়ে ১৪ ঘণ্টা পর সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহটি উদ্ধার করে।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী রোববার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৬টায় লোহার রেলসেতুতে ধাক্কা লেগে তুলসীগঙ্গা নদীতে নিখোঁজ হয় ওই কিশোর।
নিহত ওই কিশোরের নাম মেহেদী হাসান (১৭)। তিনি পঞ্চগড় সদর উপজেলার রাজমহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন নিহত কিশোরের পরিচয় নিশ্চিত করেছেন।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেদী হাসান তার দাদি শাহেরা খাতুনের সঙ্গে পাবনার আটমাইল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তারা রোববার নাটোর স্টেশনে এসে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেনটি জাফরপুর রেলস্টেশন অতিক্রম করে হলহলিয়া রেলসেতুতে ঢুকে পড়ে। এ সময় মেহেদী হাসান রেলসেতুতে ধাক্কা খেয়ে ডান হাতের কব্জি ছিঁড়ে সেতুর গার্ডারে আটকে যায়। পরে রেলসেতুর নিচে পড়ে নিখোঁজ হয় মেহেদী। ট্রেনটি রেলসেতু অতিক্রম করার পর স্থানীয় লোকজন রেলসেতুতে এসে ডান হাতের কব্জি, ম্যানিব্যাগ ও মোবাইল ফোন দেখতে পান। এরপর তারা ফায়ার সার্ভিস ও থানায় ঘটনাটি জানায়।
আক্কেলপুর ফার্য়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, রোববার রাতে আমরা হলহলিয়া রেলসেতুতে গিয়ে কিছু আলামত পেয়ে মরদেহের খোঁজে তুলসীগঙ্গা নদীতে অভিযান শুরু করেছিলাম। রাত ১০টার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। পরে সোমবার সকালে রাজশাহীর ডুবুরি দল এসে তুলসীগঙ্গা নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে।
নিহত মেহেদী হাসানের চাচা আসাদ হোসেন বলেন, ভাতিজা মেহেদী হাসান দাড়ির সঙ্গে পাবনা আটমাইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় ফেরার পথে হলহলিয়া রেলসেতুতে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। আমরা খবর পেয়ে এখানে চলে এসেছি।
আক্কেলপুরের ইউএনও হাবিবুল হাসান বলেন, সোমবার সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য এসে মেহেদী হাসানের মরদেহটি উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ের থানার উপপরির্দশক (এসআই) দোলোয়ার হোসেন বলেন, ঘটনার প্রায় সাড়ে ১৪ ঘণ্টা পর ওই কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ হস্তান্তর করা হবে।