মুসলিম লীগের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপ যায়নি কল্যাণ পার্টি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোন প্রতিনিধি যাননি।
দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা যাইনি, আমরা যাবো না। আমরা অফিসিয়ালি ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করেছি।
কল্যাণ পার্টি বিরোধী রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত দল। এর আগে গত রোববার সংলাপের প্রথমদিনে জোটের আরেক দল মুসলীম লীগ ও সংলাপে উপস্থিত ছিল না।
মুসলিম লীগের মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেছেন, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা ২০ দলীয় জোটের অংশ। বিএনপি এই নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে রাজি নয়, তাই আমরাও সংলাপে যাইনি। আমরা মনে করি এই ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
এ নিয়ে এখন পযন্ত দুটি দল ইসির সংলাপে উপস্থিত হলো না। দ্বাদশ নির্বাচনের দেড় বছর আগেই নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপের আহবান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি।
এদিকে সংলাপে আজ আরও তিনটি দলের অংশগ্রহণ করার কথা রয়েছে। দলগুলো হলো ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশের সাম্যবাদী দল।