শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।
মঙ্গলবার (১৯ জুলাই) তিনি প্রেসিডেন্ট পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আমার দেশের বৃহত্তর মঙ্গলের জন্য, আমি যাদের ভালোবাসি এবং আমি যাদের লালন করি, তাদের জন্য আমার রাষ্ট্রপতি পদের প্রার্থিতা প্রত্যাহার করছি।
প্রেমাদাসা জানান, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে এমপি দুল্লাস আললাহাপ্পেরুমাকে সমর্থন করবেন।
বুধবার (২০ জুলাই) শ্রীলঙ্কার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সামাগি জনা বালাওয়েগয়ার নেতা প্রেমাদাসা কলম্বোর এমপি। শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিরর আগেই জানিয়েছিল, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে আললাহাপ্পেরুমাকে সমর্থন দিতে পারেন সাজিদ প্রেমাদাসা।