এক বছর পিছিয়ে গেলো এশিয়ান গেমসের আগামী আসর। এই বছরের সেপ্টেম্বরের পরিবর্তে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর চীনের হাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস।
চীনে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। চলতি বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবার কথা ছিল ১৯তম এশিয়ান গেমসের এবারের আসর। চীনের অলিম্পিক কমিটি ও হাংঝু এশিয়ান গেমস আয়োজক কমিটির সঙ্গে বৈঠকের পর নতুন সূচি দিয়েছে ওসিএ’র টাস্কফোর্স।
ওসিএর ঘোষিত নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ার এই ক্রীড়া উৎসব। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। এশিয়ান গেমসের আগামী আসরে ৪৪ দেশ থেকে ১১ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিবেন।