বুধবার (২০ জুলাই) লোড শেডিংয়ের সূচি প্রকাশ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কম্পানি ডিপিডিসি ও ডেসকো বুধবারের লোড শেডিংয়ের তালিকা প্রকাশ করে। এতে কখন কোথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে তা জানানো হয়েছে।
তবে, বিদ্যুতের অন্য চার বিতরণ কম্পানি নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো এখন পর্যন্ত বুধবারের লোড শেডিং সূচি প্রকাশ করেনি।
বুধবারের লোড শেডিংয়ের সূচি প্রকাশ
এর আগে চার কম্পানির মধ্যে শুধু নেসকো মঙ্গলবার (১৯ জুলাই) শিডিউল প্রকাশ করেছিল। তবে অন্য কম্পানিগুলো এখনো কোনো সূচি প্রকাশ করেনি।
এদিকে জ্বালানি সংকটের এ সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ফেসবুকে এই বার্তা দিয়েছেন।
প্রতিমন্ত্রী লিখেছেন, রাত ৮টার পর দোকানপাট, শপিং মল খোলা থাকলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সরকারের এ সিদ্ধান্ত কঠোরভাবে মনিটর করা হবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে।