পথচলা
মোতালিব খন্দকার
মানবিক হও ভবে-
অমানুষ নয়’তো!
সুখগুলো ভাগাভাগি
মিলেমিশে হয়তো।
দুঃখী যারা পথহারা,
যাতনা কষ্টের-
চোখবুঁজে সয়ে চলা-
ব্যর্থতা নষ্টের!
এ পাড়া ও পাড়ায়-
বন্ধন হোক চাই!
মিলেমিশে সুখেদুঃখে
সকলে ভাই ভাই!
একটাই নীতি থাক-
বেঁচে থাকা কর্ম,
পড়ালেখা কাজকামে
সেবা হোক ধর্ম!
এভাবে’তো যায় চলে-
জীবনে বেলাশেষ,
রেখে যাবে স্মৃতিটুকু-
সঞ্চয় অবশেষ!