বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে ছাড়া দেশে আর কোনো জাতীয় নির্বাচন হবে না। বিএনপির গুরুত্ব নির্বাচন কমিশনও বুঝেছে, বিএনপিকে ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
বুধবার (২০ জুলাই) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন তিনি।
বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না তার দল।
এ সময় অভিযোগ করে তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে।
মির্জা আব্বাস বলেন, আমরা নির্বাচন কমিশন বুঝি না, চিনি না, মানি না। সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দিতে হবে।
বিএনপি এ সরকারের অধীনে নির্বাচন যাবে না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বিএনপিকে ছাড়া নির্বাচন আয়োজনের চেষ্টা করা হলে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।
সমাবেশের শুরুতেই বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বলেন, দেশকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিয়েছে। বর্তমান সরকারের কারণেই বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।