রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ৪৭ কেজি ওজনের দুটি বড় পাঙ্গাস মাছ ধরা পড়েছে। আজ বুধবার ভোরে উপজেলার পদ্মা-যমুনার মোহনায় সিরাজগঞ্জ সদর উপজেলার জেলে বুদ্ধ হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা ৬১ হাজার ৮০০ টাকা দিয়ে মাছ দুইটি কিনে নেন।
দৌলতদিয়ার কয়েকজন মৎস্যজীবীর সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন পদ্মা নদীতে শত শত জেলে বড় মাছের আশায় জাল ফেলে বসে থাকে। গতকাল মঙ্গলবার রাতে অন্য জেলেদের সাথে বুদ্ধ হালদার পদ্মা নদীতে জাল ফেলেন। কয়েক দফায় জাল ফেলে ব্যর্থ হন তিনি। বুধবার ভোরের দিকে জাল তুলতে গিয়ে বড় দুটি পাঙ্গাস মাছ দেখতে পান। মাছ দুইটি বিক্রির জন্য বুদ্ধ হালদার সকালেই দৌলতদিয়ার মৎস্য আড়তে আনেন। সেখানে কেসমত মোল্লার আড়তে মাছের ওজন করেন। একটি পাঙ্গাসের ওজন ২৮ কেজি অন্য আরেকটি পাঙ্গাসের ওজন ১৯ কেজি। পরে নিলামে ৪৭ কেজির দুটি পাঙ্গাস চান্দু মোল্লা ক্রয় করেন।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ২৮ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ১ হাজার ২৫০ টাকা দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় এবং ১৯ কেজির পাঙ্গাস মাছটি ১ হাজার ২৭৫ টাকা কেজি দরে ২৪ হাজার ৫০০ টাকায় ক্রয় করি। সামান্য লাভে মাছ দুইটি বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছে। সামনে পানি বাড়লে আরও বড় মাছ পাওয়া যাবে। পদ্মা-যমুনার মোহনার বড় মাছগুলো সংরক্ষণ করা প্রয়োজন।