আগামী ২১ জুলাই সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়কে সম্পূর্ণ ভূমি এবং গৃহহীন মুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, ইতোমধ্যে ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এবার ২৪১৬ টি সহ জেলার ১৭৬টি স্থানে মোট ৪৮৫০টি পরিবারকে দুই শতক জমিসহ ঘর দেয়া হয়েছে।
এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১৪৯৬টি, বোদা উপজেলায় ৪২৩টি, দেবীগঞ্জ উপজেলায় ১৮০৩টি, তেঁতুলিয়া উপজেলায় ৭২৭টি এবং আটোয়ারী উপজেলায় ৪০১টি ঘর চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হয়েছে।
সম্মেলনে জেলা প্রশাসক জহুরুল ইসলাম আরও বলেন, সুবিধা বঞ্চিত ছিটমহলের লোকজন, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, ভিক্ষুক, বিধবাসহ সকল ভুমি ও গৃহহীন- যারা এক সময় অন্যের আশ্রয়ে ভাঙা ঘরে থাকতেন, ছিলোনা নিজস্ব কোন স্থায়ী ঠিকানা, কিন্তু এখন আজ তারাই প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ঘর পেয়ে খুঁজে পেয়েছে তাদের স্থায়ী ঠিকানা, পেয়েছে নতুন জীবন, সেই সাথে বেঁধেছে সম্প্রীতির বন্ধন। এখন এই অসহায় মানুষগুলো সব কিছু পেয়ে শ্বপ্ন আর আনন্দে পরিবার নিয়ে বাস করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে ঘরহীন মানুষেরা তাদের ঠিকানা পেয়েছেন এটা বিশ্বের দরবারে বিরল দৃষ্টান্ত। আর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণেই প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ।