এবার উইন্ডিজ সফরে গিয়ে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ হারলেও ৩-০ তে ওয়েনডে সিরিজ জিতেছে দল। দেশে ফিরে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপ জয়ে চোখ তাদের।
বুধবার বিকেল সাড়ে ৫টায় উইন্ডিজ থেকে দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মিরাজ।
মিরাজ বলছিলেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করলে আমাদের নিজেদের জন্য যেরকম ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। অবশ্যই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়ানই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। যে কীভাবে বিশ্বকাপটা জেতা যায় সে ওয়েটা আমরা বের করতে পারি। এটা তো ভাগ্যের ওপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।’
মিরাজ আরও বলেন, ‘২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১ বছর ২-৩ মাস আছে। কিন্তু আমরা যেভাবে যাচ্ছি, আমাদের যেভাবে ওয়েটা আছে, আমি মনে করি, এই প্রক্রিয়ায় এগোলে আমাদের সামনে বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই আছেন। তারা তো অনেক অভিজ্ঞ।’