প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে নিজেদের জনসভায় বক্তব্য দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২০ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মির্জা আব্বাস সিইসিকে উদ্দেশ করে এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘কাদের সাহেব বলেন, বিএনপি নির্বাচনে না এলে কিছু যায়-আসে না, কিন্তু সিইসি বললেন, বিএনপি ছাড়া নির্বাচন হবে না।’ যদিও নির্বাচন নিয়ে, সিইসি নিয়ে আমাদের মাথাব্যথা নাই; তবু একটা মানুষ তো। একেবারে সঠিক কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ জানাব, আমাদের এই মিটিংয়ে এসে উনি একটা বক্তব্য দিয়ে এ কথাটা বলেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না।’
মির্জা আব্বাস বলেন, “সিইসি বলেছেন, বিএনপিকে বারবার ডাকব।’ আপনাকে সাধুবাদ জানাই, বিএনপিকে বারবার ডাকবেন এ কারণে, বিএনপিকে ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না। আপনি সিইসি তো দূরের কথা, বাংলাদেশে কারও সাধ্য নেই বিএনপিকে ছাড়া নির্বাচন করার। যারা নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে, ভেতরে কিংবা বাইরে, দেশে কিংবা বিদেশে, তাদের কোথাও ছাড় দেয়া হবে না। এই দুর্বৃত্ত সরকারকে আমরা কোনোভাবেই ছাড় দেব না, যথেষ্ট হয়েছে।”
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি ছাড়া নির্বাচন হবে না, এটা দেশের মানুষ বোঝে, সিইসি বোঝে কিন্তু সরকার বোঝে না। কারণ, সরকার জানে নির্বাচনের কোনো প্রয়োজন নেই, নির্বাচন ছাড়াই তারা আবারও ক্ষমতায় আসবে। আমরা সংলাপে যাইনি। কারণ, আমরা নির্বাচন কমিশন বুঝি না, আমরা নির্বাচন কমিশন চিনি না, আমরা নির্বাচন কমিশন মানি না।’
তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের নিন্দা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘কাদের সাহেব আর আমি তো পাশাপাশি বিছানায় থাকছি। ওনার সম্পের্ক দু-একটা কথা কি জানি না। বলতে কি পারি না? রাজনীতিতে শিষ্টাচার থাকা উচিত। কথা বলার অধিকার আছে বলেই যে কেউ যে কারো বিষয়ে যা খুশি বলতে পারে না। এর ফল ভালো হবে না।