ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি দীর্ঘসময় ধরে ফর্মহীনতায় ভূগছেন। এ নিয়ে দেশটির ক্রিকটাঙ্গনে সমালোচনার শেষ নেই। তাকে বাদ দেওয়ার দাবিও তুলছেন কেউ কেউ। ব্যতিক্রম কামরান আকমল।
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষকের মতে, কোহলির ছন্দে ফেরা শুধু সময়ের অপেক্ষা। এমনকী ফর্মে ফিরতে কোহলির কোনো কোচেরও দরকার নেই তার মত। যারা কোহলির সমালোচনা করছেন, তাদেরকেও একহাত নিয়েছেন কামরান।
কামরান মনে করেন কোহলিকে নিজের সঙ্গে কথা বলতে হবে। তিনি বলেন, ‘একজন ক্রিকেটারের সবচেয়ে বড় কোচ সে নিজে। কোহলির জন্য তাই কোনো কোচের দরকার নেই। পা কোথায় থাকবে, ব্যাট কীভাবে নামবে, মাথা কোথায় থাকবে, কাঁধ কোথায় থাকবে, এই বিষয়গুলো একজন ক্রিকেটারকে নিজেকেই ঠিক করতে হয়। ইতিবাচক মনোভাব রাখতে হয়। আগে খেলার সময় কী কী ঠিক করেছি সেই সব মনে রাখা জরুরি। অনেকে অনেক কিছু বলবে কিন্তু নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে। ‘
একাধিক সাবেক ক্রিকেটার কোহলির সমালোচনা করেছেন। অনেকে তাকে দল থেকে বাদ দেওয়ার কথাও বলেছেন। যাদের একজন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কামরান তাদের খোঁচা দিয়ে বলেন, ‘যার ৭০টা সেঞ্চুরি আছে সে অন্য কারও কথা শুনবে কেন? একটা-দুইটা ম্যাচ খেলা ক্রিকেটাররাও এখন জ্ঞান দিচ্ছে। শুনলে হাসি পায়। কোহলি অন্য ধরনের ক্রিকেটার। তার আত্মবিশ্বাস, খেলার প্রতি আবেগ তাকে বাকিদের থেকে আলাদা করে দেয়।