বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচনের পরিকল্পনা করছে। কিন্তু এটা হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচনের পরিকল্পনা করছে। তারা যদি আবার ক্ষমতায় আসে তাহলে একেবারে কাগজে-কলমে এই দেশ বিক্রি করে দেবে। কিন্তু এটা হতে দেওয়া হবে না।
রিজভী বলেন, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ আমাদের বড় শত্রু মনে করে। তাদের বড় শত্রু খালেদা জিয়া ও তারেক রহমান। এ জন্য নানা মিথ্যা মামলায় নেত্রীকে সাজা খাটতে হচ্ছে। নিজ দেশে আসতে পারছেন না তারেক রহমান। শেখ হাসিনা দেশকে বিরোধী দল শূন্য করে রানীর হালে থাকতে চান। দেশের মানুষের সম্পদ লুট করে তার লোকদের দিয়ে দিচ্ছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগের এক নেতা সেদিন বলেছেন- কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে তার জিব ছিঁড়ে ফেলা হবে। এটা তো পাড়া-মহল্লার সন্ত্রাসীদের কথা। অথচ এই কথা আওয়ামী লীগের বড় বড় নেতারা বলে থাকেন। অর্থাৎ আওয়ামী লীগে কোনো ভদ্র, সুশীল লোক নেই। এখানে গুন্ডা দিয়ে ভরে গেছে।
বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।