করোনাভাইরাস দেশে প্রথম শনাক্ত হওয়ার ২৮ মাস পর মোট রোগীর সংখ্যা ২০ লাখ অতিক্রম করল।
বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে ৮৮৪ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। যা নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ায় ২০ লাখ ২৭৯ জন।
এদিন করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা হলো ২৯ হাজার ২৫৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০২ জন। ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪ জনে।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। দেশে করোনায় প্রথম রোগী শনাক্তের ১৬ মাস পর ২০২১ সালের ৯ জুলাই রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ায়। এর আরও এক বছর পর সেই সংখ্যা দ্বিগুণ হলো।