আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান একটি নতুন হুকুম জারি করেছে, যেখানে বলা হয়েছে ইসলামিক স্টেট অব আফগানিস্তানের কেও সত্যতা ছাড়া সরকারের সমালোচনা করলে তাকে শাস্তি পেতে হবে।
ভয়েস অব আমেরিকার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাদের সর্বোচ্চ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার এক নির্দেশনার কথা জানান। যে নির্দেশনায় কোনো সত্যতা যাচাই ছাড়া সরকারের সমালোচনাকারীদের শাস্তি দেয়ার কথা উল্লেখ করেন। এছাড়া অপ্রয়োজনীয় এবং অবাস্তব সমালোচনা থেকে বিরত থাকার নির্দেশও দেয়া হয়।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সমালোচনা শাব্দিক কিংবা যেকোনো অঙ্গভঙ্গির হোক না কেনো, সামালোচনাকারীকে শাস্তি দেয়া হবে। এছাড়া তালেবানের এ নির্দেশনা মেনে চলা দেশের জনগণ ও মিডিয়ার শরিয়া দায়িত্ব বলেও জানানো হয়।
তবে তালেবান অপ্রয়োজনীয় এবং অবাস্তব সমালোচনা বলতে আসলে কী বুঝিয়েছে তা পরিষ্কার করা হয়নি। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে প্রায়ই তালেবানের নানা বিষয় নিয়ে সমালোচনা করা হয়। বিশেষ করে নারী ও মানবাধিকার নিয়ে তালেবান সবচেয়ে বেশি সমালোচিত হয়।