ঘরোয়া সার্কিটে অধিনায়ক হিসেবে বেশ ভালো নাম আছে কাজী নুরুল হাসান সোহানের। যে কয়বার ঘরোয়া লিগের দলগুলোর নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে।
তবে জাতীয় দলে সুযোগ পাওয়াটাই কঠিন ছিল সোহানের জন্য। তার উইকেটকিপিং অ্যাবিলিটি অন্য সবার চেয়েও ভালো হলেও ব্যাটিং পারফরম্যান্স যথেষ্ট ছিল না। প্রতিভাবান না হওয়াতে যার জন্য কঠোর পরিশ্রম করেছেন সোহান। নিজের ক্রিকেট গুরু মিজানুর রহমান বাবুলের সঙ্গে একান্তে কাজ করে উন্নতি করেছেন বেশ।
যার ছোঁয়া দেখা গেছে জাতীয় দলের জার্সিতেও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও যা দেখা গেছে। দলে নিজের অবস্থান পাকা করতেই তার নেতৃত্বগুণ অধিনায়কত্ব পেতে সাহায্য করেছে সোহানকে। আসন্ন জিম্বাবুয়ে সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন সোহান।
আর সোহানের নেতৃত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সোহানকে নিয়ে মাশরাফী লেখেন,
‘যখন প্রতিভা আপনাকে কঠোর পরিশ্রম করতে দেয় না, তখন প্রতিভার চেয়েও কঠোর পরিশ্রম ভালো।
বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ায় অভিনন্দন, কাজী নুরুল হাসান সোহান।
ভাগ্য তোমার সহায় হোক।’
টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পেলেও এই ফরম্যাটে জাতীয় দলে এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি সোহান। এই ফরম্যাটে ৩৩ ম্যাচে ২৭১ রান করেছেন তিনি। এ ছাড়া টেস্টে ৭ ম্যাচে ৩৩৮ এবং ৭ ওয়ানডেতে ১৬৫ রান করেছেন সোহান।