সরকারবিরোধী আন্দোলনে জয়ী হলে অংশগ্রহণকারী সব দল নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২২ জুলাই) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, জাতীয় সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে সব সমস্যা চিহ্নিত করে তা সমাধানে এগিয়ে যাবে।
তিনি বলেন, ব্যর্থতা ও অপকর্মের দায় নিয়ে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচন কমিশন গঠন ও সেই সরকারের অধীনে সংসদ গঠন করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, মেগা প্রজেক্ট দিয়ে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। দেশে দারিদ্র্যের হার বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সবকিছু ধ্বংস হয়ে পড়েছে। শুধু বিএনপি নয়, সমগ্র জাতিয় আজ এক কঠিন সময় অতিক্রম করছে।