ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি।আপাতত সিনেমায় ব্যস্ততা কমিয়ে গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।
বুধবার (২০ জুলাই) একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘তোর প্রেম তো ভোলা যাবে না’। সেই স্ট্যাটাসে আবার অনেকে মন্তব্যও করছেন যে আসলে কোন প্রেমের ইঙ্গিত দিলেন তিনি। তবে মাহি অন্যান্য সময় নানাজনের মন্তব্যের উত্তর দিলেও এবার কিন্তু কোনো মন্তব্য মেলেনি তার।
প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।