কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ কালকিনিতে সাংবাদিক প্রতিনিধিদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে আজ শনিবার সকালে কালকিনি উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের সভাপতিত্বে, সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্তের সঞ্চালনায়, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২(২৩-২৯) জুলাই ৭ দিন ব্যাপি উদযাপন কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য দেন, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুল আলম হাকিম, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি.এম.হানিফ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ,ভূরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অন্যান্যের মধ্যে এতে উপস্থিত ছিলেন,কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মিন্টু, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার শামীম হোসাইন,কালকিনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ওয়াসিম,সদস্য মোঃ সবুজ খান,সদস্য রকিবুজ্জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর মূল্যায়ন,মৎস্য পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান পর্যন্ত সাংবাদিক নেতৃবৃন্দের কাছে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনে সার্বিক সহযোগিতা কামনা করেন।