চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে নিপীড়নের ঘটনায় চার দফা দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শনিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত করার আহ্বান জানিয়েছে বক্তারা।
বক্তব্যে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, একটি বিশ্ববিদ্যালয় অঞ্চলে একজন নারী শিক্ষার্থীকে নিপীড়নের মত ন্যক্কারজনক ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারবে না। এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের কর্মীরা জড়িত বলেই তাৎক্ষণিক ভাবে অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধুকে ‘চুপ থাকা’র পরামর্শ দেওয়া প্রশাসনের অবহেলিত আচরণেরই বহিঃপ্রকাশ। এ ধরনের আচরণ এমন ঘটনাকে উৎসাহিত করবে।
দীপক বলেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য সেখানে একজন শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতামূলক আচরণ লক্ষ করা গেছে। এটা তাদের দুর্বলতা এবং সদিচ্ছার অভাব।
এ সময় চবি’র ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতিসহ অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনতে দাবি জানান বক্তারা। সেই সঙ্গে চবি শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিতে বলেন। একইসঙ্গে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীলের সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত অনেকে।