রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদরাসার ৪ টি পদে গোপনে নিয়োগের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। ওই মাদরাসায় একজন চাকুরী প্রত্যাশী প্রার্থী অভিযোগ দাখিল করলে থলের বিড়াল বেড়িয়ে আসে। বিষয়টি নিয়ে কয়েকটা গ্রুফের মধ্যে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, বিগত ১১সেপ্টম্বর ২০১৮ সালে ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদরাসায় ৪টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন সহকারী সুপার একজন সহকারী গ্রন্থাগারিক, একজন পরিচ্ছতা কর্মী, একজন আয়া আবশ্যক মর্মে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। মোছাঃ বিলকিস আখতার আয়া পদের জন্য আবেদন করেন। মাদরাসার সুপার ও মাদরাসার সভাপতি নিয়োগ বাণিজ্যের টাকার ভাগ বাটোয়ারায় বনি বনা না হওয়ায় কালক্ষেপণ করে বিজ্ঞপ্তির মেয়াদ উত্তীর্ণ করেন। মোছাঃ বিলকিস আখতার লোকমুখে জানেন অতি গোপনে ৪ টি পদের জন্য অর্থ লেনদেন ও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তখন বিলকিস আখতার মাদরাসার সুপারের সাথে দেখা করে কোন পত্রিকায় কত তারিখে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানতে চাইলে অস্বীকৃতি জানান। বিলকিস আখতার আবারো জানতে চাইলে মাদরাসার সুপার বলেন, আমি বলতে পারবো না, বললে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে জানতে চাইলে সুপার বলেন, আমার কাছ থেকে ফাঁকা চেক ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে রেখেছে।
মোছাঃ বিলকিস আখতার নিজে আবেদন করে চাকুরী পাওয়ার অনিশ্চয়তা দেখে মাদরাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক ও জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে মোছাঃবিলকিস বেগম উল্লেখ করেন, ৪টি পদের বিপরীতে ২৮ লক্ষ টাকা মাদরাসার সুপার ও সভাপতি রফাদফা করে গোপনে নিয়োগ সম্পন্ন করতে পায়তারা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মাদরাসার সুপার গোলাম রব্বানী বলেন, আগের নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ায় ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে গেছে। নতুন করে আবার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফ্রি ফেয়ারভাবে পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান বলেন, ২০১৮সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও ওই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল হয়ে যায়। নতুন করে আর কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। এর বেশী আমার জানা নেই।