সংকট এড়াতে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। এরইমধ্যে বেশকিছু আইনও করেছে ফরাসি সরকার। মূলত বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ বা এসি ব্যবহারের ক্ষেত্রে বেধে দেয়া হয়েছে বেশকিছু নিয়ম। খবর রয়টার্সের।
দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী জানান, কেউ দোকান বা শপিংমলে এসি ব্যবহার করতে চাইলে অবশ্যই দরজা বন্ধ রাখতে হবে। এছাড়াও বিদ্যুতের ব্যবহার কমাতে দোকানের আলোকসজ্জা কমানোর আহ্বানও জানানো হয়েছে। যদি কেউ এই নিয়ম অমান্য করে তাহলে গুনতে হবে সাড়ে ৭শ’ ইউরো জরিমানা।
এরইমধ্যে বেশ কয়েকটি শহরে চালু হয়েছে এমন কড়াকড়ি। জ্বালানি সাশ্রয়ে আগামীতে গুরুত্বপূর্ণ আরও দুটি ডিক্রি জারি করা হবে বলেও জানান দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে বিশ্বের বেশির ভাগ দেশে। বিশেষ করে ইউরোপে।