রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চলছে নির্বাচন কমিশনের (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২৫ জুলাই) চারটি দলের সঙ্গে ইসির সংলাপ হওয়ার কথা ছিলো। তবে এ সংলাপে দুটি দল আসবে না বলে জানিয়ে দিয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ইসির সহকারী জনসংযোগ পরিচালক আশাদুল হক। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
ইসির আজকের সংলাপের তালিকায় দেখা গেছে, বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ মুসলিম লীগ, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপ হওয়ার কথা। কিন্তু বাসদ ও এলডিপি সংলাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।