রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর ভাঙ্গন ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮১টি দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১০হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৫জুলাই) বিকেলে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮১টি দরিদ্র পরিবারের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১০হাজার করে টাকা আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, সহকারি কমিশনার (ভূমি) আকলিমা খাতুন, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সজিবুল করিম ও প্রেসক্লাব রাজারহাট সভাপতি এস এ বাবলু প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তার ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টের কথা চিন্তা করে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে সামান্য আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় তিনি ভাঙ্গন কবলিত পরিবারের সন্তানদের যেন লেখা-পড়ার ক্ষতি না হয় সে দিকে নজর রাখতে বলেছেন।