রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। গতকাল সোমবার এমন দাবিই করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
তিনি বলেন, ‘তুরস্ক হল একটি গুরুত্বপূর্ণ দেশ, যেটি যুদ্ধে লিপ্ত উভয় পক্ষের সাথে যেকোন পর্যায়ের আলোচনা আয়োজন করতে সক্ষম।’
ইস্তানবুলে ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এরদোগান আরও বলেন, এ আঞ্চলের শান্তি বজায় রাখতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ দ্রুত থামানোর প্রয়োজন।
এ দুই দেশের কাছে সবচেয়ে বিশ্বস্ত দেশ তুরস্ক। এ কারণেই যুদ্ধ থামাতে প্রথম থেকেই মধ্যস্থতার ভূমিকায় রয়েছে তুরস্ক।
বিশেষ করে গত শুক্রবার খাদ্যশস্য রপ্তানি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিরও মধ্যস্থতা করেছে তুরস্ক। এর মাধ্যমে কৃষ্ণসাগর হয়ে আবারও খাদ্যশস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন।
সূত্র: হুররিয়াত ডেইলি