একই সিরিঞ্জ দিয়ে ৩০ জন শিক্ষার্থীকে টিকা দেয়ার অভিযোগ উঠলো ভারতের মধ্যপ্রদেশের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীর নাম জিতেন্দ্র। তিনি সাগর শহরে একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকা দিচ্ছিলেন। জিতেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, একই সিরিঞ্জ ব্যবহার করে তিনি সব শিক্ষার্থীদের টিকা দিয়েছেন। যদিও এ জন্য তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই দায়ী করেছেন।
অভিভাবকেরা জিতেন্দ্রর বক্তব্যের একটি ভিডিও করেন। সেই ভিডিওতে তিনি বলছেন, যে ব্যক্তি আমাকে টিকার সামগ্রী দিয়েছেন তিনি একটি সিরিঞ্জ দিয়েছিলেন। তাই ওই একটি সিরিঞ্জ দিয়েই সবাইকে টিকা দিয়েছি।
এরই মধ্যে সাগর জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের ‘এক সিরিঞ্জ এক টিকা’র নিময় লঙ্ঘন এবং কাজে গাফিলতির জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।