মিডিয়া বক্সের সঙ্গে শেডের কাঠামো সামঞ্জস্য না হওয়ায় নকশা পরিবর্তন হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের। একই সঙ্গে বাতিল করা হয়েছে একাংশে চেয়ার বসানোর টেন্ডার। সব মিলিয়ে সংস্কার কাজের দীর্ঘ সুত্রিতা আরও বাড়ছে। এদিকে সরঞ্জামের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রকল্প ব্যয় বাড়তে পারে বলে আভাস দিয়েছেন ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের খেলার মাঠে গুল্ম লতার সমাহার। বর্ষার পানি আর আলোর প্রভাবে সালোকসংশ্লেষণে উদ্ভিদের বাড়ন্ত লক্ষণীয়। প্রাণের সঞ্চারে সেখানে ক্ষণে ক্ষণে ঢু মারছে শালিকের দল। অথচ এই সময়ে ফুটবলারদের পদচারনায় ব্যস্ত থাকার কথা ছিল এ পরিবেশ।
স্টেডিয়ামে চলমান ছয়টি প্রকল্পের মধ্যে সবার আগে শেষ হওয়ার কথা ছিল মাঠের কাজ। এ জন্য বাফুফেও জাতীয় ক্রীড়া পরিষদকে জনিয়ে দিয়েছিল তাদের চাহিদা। তবে কাজ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই সময় গড়িয়ে গেলেও প্রস্তুত হয়নি মাঠ!
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ বলেন, ‘কোন ঘাসটা লাগালে তাদের জন্য সুবিধা হবে ফুটবল খেলার জন্য, ওই চাহিদা অনুযায়ী আমরা এগোতে চাই। আমাদের তরফ থেকে কোনো পরামর্শ নাই। এখন আমরা চাচ্ছি, বাফুফে এসে দেখিয়ে দিক কিভাবে এটা লাগানো হবে। তাদেরকে নিয়ে আমরা কাজটা করতি চাচ্ছি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়।’
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজের সবচেয়ে বড় অংশ জুড়ে চলছে ছাউনি নির্মাণ। জটিলতা তৈরি হয়েছে সেখানেই। মিডিয়া বক্সের জন্য সামঞ্জস্য আনা যাচ্ছে না বর্তমান নকশায়। তাই পরিবর্তন করা হচ্ছে কাঠামো।
পরিমল বলেন, ‘মিডিয়া সেন্টার যেখানে আছে, ওই নকশার সঙ্গে কিছুটা অসামঞ্জস্য হচ্ছে। যার কারণে ওই অংশটুকু যদি আমরা না ধরি তাহলে সমস্যা হবে। এ জায়গায় হয়তো আমাদের কিছুটা নকশার পরিবর্তন করা লাগতে পারে।’
দুই ধাপে বসানো হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে চেয়ার। এর মধ্যে ভিআইপি বক্সের টেন্ডার ঠিক থাকলেও বাতিল করা হয়েছে গ্যালারি অংশের কাজ। এছাড়াও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়ায় বাড়ানো হতে পারে প্রকল্প ব্যয়।
ক্রীড়া পরিষদ সচিব বলেন, ‘চেয়ারের দুইটা অংশ আছে। একটা ভিআইপি, অন্যটা লোকাল। লোকাল অংশের দুইটি টেন্ডার হয়েছিল। সেখানে ব্যবহারের জন্য যে লোহা ধরা হয়েছিল সেটা গুণসম্পন্ন হয়নি। বর্তমান প্রেক্ষাপটে বেশ কিছু পরিবর্তন আসবে।’
স্টেডিয়ামে চলা ছয়টি প্রোজেক্ট শেষ হলে টেন্ডার হবে ফ্লাড লাইট ও এলইডি স্ক্রিনের। এনএসসি বলছে সে আলোচনাও এগিয়েছে বহুদুর।