চীনের উহান শহরে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন করে শহরটির জিয়াংজিয়া এলাকায় ৪ জন করোনা শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, উহানের জিয়ানজিয়ার প্রায় ১০ লাখ মানুষ থাকবেন এই লকডাউনের আওতায়। এই নির্দেশের কারণে আগামী ৩ দিন তারা ঘরে থাকবেন এবং বাড়ির আঙিনা ছেড়ে বের হবেন না।
উহান শহরে এক কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। এখানে নিয়মিত করোনার পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। ২ দিন আগে দু’জনের শরীরে করোনা শনাক্ত হয়। তবে তাদের শরীরে কোনো উপসর্গ ছিল না। এরপর আরও দু’জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপরই লকডাউন ঘোষণা করে চীন সরকার।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বে সর্বপ্রথম চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত চীনে মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ হাজার ২২৬ জন।